পাকিস্তানের কৃষির দ্রুত উন্নয়নে চীনা অভিজ্ঞতা সহায়ক: পাক প্রধানমন্ত্রী

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

Radio Today News

পাকিস্তানের কৃষির দ্রুত উন্নয়নে চীনা অভিজ্ঞতা সহায়ক: পাক প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৯, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৮:২০, ২৫ জানুয়ারি ২০২৬

Google News
পাকিস্তানের কৃষির দ্রুত উন্নয়নে চীনা অভিজ্ঞতা সহায়ক: পাক প্রধানমন্ত্রী

পাকিস্তানের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হলো কৃষি, যার বিশাল উন্নয়নের সম্ভাবনা রয়েছে। চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানের কৃষি দ্রুত উন্নয়ন অর্জন করতে পারে এবং এক্ষেত্রে পাকিস্তান-চীন সহযোগিতার সম্ভাবনা ব্যাপক। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত ‘২০২৬ পাকিস্তান-চীন কৃষি বিনিয়োগ সম্মেলন’-এ ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসব কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান কৃষি উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। পানির দক্ষ ব্যবহার, আধুনিক কৃষি পদ্ধতি এবং কোল্ড চেইন পরিবহনসহ নানা ক্ষেত্রে দেশটি অগ্রগতি অর্জন করেছে।

শাহবাজ শরিফ কৃষি প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় চীনের অর্জনের প্রশংসা করেন। তিনি পাকিস্তানের কৃষক, কৃষি প্রতিষ্ঠান এবং তরুণ মেধাবীদের চীনা বিশেষজ্ঞদের সহায়তায় দেশের কৃষি অর্থনীতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চিয়াং চাই তোং পাকিস্তানের স্থিতিশীলতা ও সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারের প্রশংসা করে বলেন, চাপের মধ্যেও দুই দেশের অর্থনীতি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। এটি নতুন সুযোগ তৈরি করছে এবং দ্বিপক্ষীয় বাস্তবসম্মত সহযোগিতায় নতুন প্রেরণা যোগাচ্ছে। চীন পাকিস্তানের সঙ্গে উন্নয়ন পরিকল্পনার সমন্বয় আরও গভীর করতে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে চীন-পাকিস্তান সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের