চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) বাস্তবায়নের অংশ হিসেবে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের লিয়ানইয়ুনকাং শহরে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে- জুওয়েই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ । প্রথম ধাপের প্রধান কাজ হিসেবে ১ নম্বর পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের জন্য কংক্রিট ঢালাই সম্পন্ন করা হয়।
এই প্রকল্পটি বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে চীনের নিজস্ব উন্নত “হুয়ালং ওয়ান” প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর প্রযুক্তিকে চতুর্থ প্রজন্মের উচ্চ-তাপমাত্রার গ্যাস-কুলড রিঅ্যাক্টরের সঙ্গে একীভূত করা হয়েছে। ফলে কেন্দ্রটি শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, উচ্চমানের শিল্প বাষ্প সরবরাহও করতে পারবে।
প্রথম ধাপে প্রকল্পটির দুটি হুয়ালং ওয়ান ইউনিট এবং একটি উচ্চ-তাপমাত্রার গ্যাস-শীতল রিঅ্যাক্টর ইউনিট নির্মাণ করা হবে। সমুদ্রের পানি ডিস্যালিনেশন প্রক্রিয়ার মাধ্যমে উত্তপ্ত করে হুয়ালং ওয়ান ইউনিট থেকে ২৭০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মাঝারি-চাপের বাষ্প তৈরি করা হবে, যা পরে গ্যাস-কুলড রিঅ্যাক্টরের তাপে ৪৬০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় রূপান্তরিত হবে। এই বাষ্প লিয়ানইয়ুনকাংয়ের জুওয়েই নিউ জেলায় অবস্থিত রাসায়নিক শিল্পে সরবরাহ করা হবে।
প্রথম পর্যায় চালু হলে কেন্দ্রটি বছরে প্রায় ৩২ দশমিক ৫ মিলিয়ন টন শিল্প বাষ্প এবং ১১ দশমিক ৫ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টারও বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। এতে বছরে ৭ দশমিক ২৬ মিলিয়ন টন স্ট্যান্ডার্ড কয়লা সাশ্রয় এবং ১৯ দশমিক ৬ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানো সম্ভব হবে।
২০৩২ সালে জুওয়েই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

