বাংলাদেশ থেকে কূটনীতিকদের স্বজনদের ‘সরাচ্ছে’ ভারত

বুধবার,

২১ জানুয়ারি ২০২৬,

৮ মাঘ ১৪৩২

বুধবার,

২১ জানুয়ারি ২০২৬,

৮ মাঘ ১৪৩২

Radio Today News

বাংলাদেশ থেকে কূটনীতিকদের স্বজনদের ‘সরাচ্ছে’ ভারত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৬, ২১ জানুয়ারি ২০২৬

Google News
বাংলাদেশ থেকে কূটনীতিকদের স্বজনদের ‘সরাচ্ছে’ ভারত

বাংলাদেশে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ঢাকা ও অন্যান্য শহরে দায়িত্বরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) নয়াদিল্লির একাধিক সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারত সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নতুন সিদ্ধান্তের ফলে ঢাকায় দেশটির হাইকমিশনসহ বাংলাদেশে থাকা পাঁচটি মিশনই ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হবে। তবে পাঁচটি কূটনৈতিক মিশনই ‘পূর্ণ সক্ষমতায় কার্যক্রম’ চালিয়ে যাবে বলে বিষয়টি সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের উদ্ধৃত করে গতকাল মঙ্গলবার খবর প্রকাশ করে হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, মূলত পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের (পরিবার) ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন।

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতীয় কূটনীতিকদের জন্য ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য মিশনগুলোকে সাময়িকভাবে 'নন-ফ্যামিলি' পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এর ফলে কর্মকর্তারা কর্মস্থলে থাকলেও তাদের পরিবার সাথে থাকতে পারবে না।

ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য হিন্দু'র প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হলেও ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত সহকারী হাইকমিশনগুলোর কার্যক্রম বন্ধ হবে না। মিশনগুলো তাদের 'পূর্ণ সক্ষমতা' বজায় রেখে স্বাভাবিক কূটনৈতিক ও কনস্যুলার কাজ চালিয়ে যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের