তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই ‘রহস্যময়’ খামের বিষয়ে যা জানালেন পুলিশ

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬,

৬ মাঘ ১৪৩২

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬,

৬ মাঘ ১৪৩২

Radio Today News

তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই ‘রহস্যময়’ খামের বিষয়ে যা জানালেন পুলিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২৫, ১৯ জানুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই ‘রহস্যময়’ খামের বিষয়ে যা জানালেন পুলিশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে ‘রহস্যময়’ সাদা খাম সেঁটে এক মোটরসাইকেল চালক দ্রুতবেগে চলে যান। গত বুধবারের এই ঘটনার ৫ দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। শুধু মৌখিকভাবে জানানো হয়েছে।

ওসি বলেন, 'আমরা নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। কিন্তু ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।'

ওই খামে কী ছিল জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘খাম আমাদের হাতে দেয়া হয়নি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না। খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।’

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়কে গত বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ৪১ মিনিটে সাদা হিরো হাংক মডেলের মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে টেপ দিয়ে একটি খাম সেঁটে দ্রুত আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তারেক রহমান তখন ওই গাড়িতেই ছিলেন। তবে এ সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় থাকা সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের