২০২৫ সালে চীনের হংকং–চুহাই–ম্যাকাও সেতুর চুহাই বন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩২৫ দশমিক ৮৪ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৪০ দশমিক ১ শতাংশ বেশি। কংবেই কাস্টমস প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
প্রথমবারের মতো এ বন্দরের বার্ষিক আমদানি-রপ্তানির মূল্য ৩০০ বিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে। একই সময়ে, চুহাই বন্দর দিয়ে পণ্য পরিবহনের মোট পরিমাণ ছিল ৩০ লাখ ১৯ হাজার টন, যা বছরওয়ারি হিসাবে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চীনের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক লজিস্টিক করিডোর হিসেবে হংকং–চুহাই–ম্যাকাও সেতু ক্রমেই তার কৌশলগত গুরুত্ব বাড়াচ্ছে।
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহরের সঙ্গে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল ও মাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলকে সংযুক্ত করা ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ২০১৮ সালের ২৩ অক্টোবর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

