জরুরি মেরামত, আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায়

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

Radio Today News

জরুরি মেরামত, আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৪, ২০ জানুয়ারি ২০২৬

Google News
জরুরি মেরামত, আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায়

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকাগুলোতে নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পিডিবি-র তথ্যমতে, নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম অঞ্চলের একাধিক ফিডারের অধীনে থাকা নিচের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না:

আবাসিক ও বাণিজ্যিক এলাকা: গাউসিয়া আবাসিক, গ্রীনভিউ আবাসিক, হামজারবাগ লেন, পশ্চিম শহীদ নগর, বিবিরহাট কাঁচাবাজার, বশর মার্কেট, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়।

শিল্প ও অন্যান্য এলাকা: আমিন জুট মিলস, আমিন টেক্সটাইল, এশিয়া ফ্যান ফ্যাক্টরী, হক ফুড গলি, আতুরার ডিপু পিয়াজু গলি, রৌফাবাদ সমাজ সেবা থেকে ফয়েজ টাওয়ার।

হাটহাজারী রোড ও সংলগ্ন এলাকা: সংগীত সিনেমা রোড, জাঙ্গালপাড়া, খন্দকিয়া বাজার, মাজার গেট, বাথুয়া, কুলগাঁও মাজার গেট থেকে সাদ মুছা গার্মেন্টস, নতুন পাড়া, তুফানী রোড, চিকনদণ্ডী, এবং বালুছড়া আবাসিক এলাকা।

মদুনাঘাট ও আশপাশের এলাকা: কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোল পোল, নজুমিয়া হাট, পূর্ব শিকারপুর, মদুনাঘাট বাজার, দক্ষিণ ও মধ্যম মাদ্রাসা, চিনারপোল এবং ব্রাহ্মণহাট সংলগ্ন এলাকাসমূহ।

পিডিবি জানিয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবেই এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য পিডিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের