বিশ্বের রোবট মানচিত্রে নতুন করে আলোচনায় এসেছে চীন। হাংচৌভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ স্পিরিট এআই-এর তৈরি ‘স্পিরিট ভার্সন ১.৫’ এমবডিড ইন্টেলিজেন্স মডেল এখন বৈশ্বিক রোবোটিক্স বেঞ্চমার্ক রোবোচ্যালেঞ্জে শীর্ষস্থান দখল করেছে।
বাস্তব পরিবেশে রোবটের কাজ করার সক্ষমতা যাচাইয়ে ব্যবহৃত এই আন্তর্জাতিক পরীক্ষায় মডেলটি মোট ৬৬ দশমিক ০৯ স্কোর এবং ৫০ দশমিক ৩৩ শতাংশ সফলতার হার অর্জন করেছে, যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মডেলকেও ছাড়িয়ে গেছে।
রোবোচ্যালেঞ্জকে অনেকেই রোবটের ‘বিশ্ব পরীক্ষা’ বলেন। এখানে বস্তু স্থানান্তর, লক্ষ্য শনাক্তকরণ, যন্ত্র ব্যবহারের মতো দৈনন্দিন ৩০টি বাস্তব কাজের মাধ্যমে রোবটের সক্ষমতা যাচাই করা হয়।
স্পিরিট এআই জানিয়েছে, তারা শীর্ষস্থানীয় মডেলটি ওপেন-সোর্স ব্যবস্থায় আছে। এতে করে বিশ্বব্যাপী গবেষক ও ডেভেলপাররা এটি ব্যবহার করতে পারবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

