বেতন বাড়ছে, সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন: অর্থ উপদেষ্টা

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

Radio Today News

বেতন বাড়ছে, সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন: অর্থ উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৫, ২০ জানুয়ারি ২০২৬

Google News
বেতন বাড়ছে, সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন: অর্থ উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে কমিশন রিপোর্ট দেবে। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকুরিজীবীরা সন্তুষ্ট হবেন বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ। তবে অন্তবর্তী সরকারের সময়ে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে কিনা তা স্পষ্ট করেনি তিনি। 

২০১৫ সালের বেতনকাঠামো অনুসারে বেতন-ভাতা পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা এখন প্রায় ১৫ লাখ। গেলো ১০ বছরে নতুন পে স্কেল না হওয়ায় নানা সময় দাবি জানিয়েন চাকরিজীবীরা। গেলো জুলাইয়ে অন্তবর্তী সরকার পে কমিশন গঠন করে। 

সেই কমিশনের রিপোর্ট জমা পড়ছে বুধবার প্রধান উপদেষ্টার কাছে, যা এই সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রায় ২০ দিন আগে। অর্থ উপদেষ্টা এই সামগ্রিক বিষয়কেই অগ্রগতি বলে মনে করেন। 

কবে থেকে এটি বাস্তবায়নহবে তা স্পষ্ট করেনি অর্থ উপদেষ্টা। তবে জানা গেছে, এটি বাস্তবায়ন হতে পারে নির্বাচিত সরকারের সময় থেকে।

তবে উপদেষ্টা বলেন, পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করবে কিনা এটা তাদের এখতিয়ার।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতনকাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে সরকারের বাড়তি ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা লাগবে।

সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন আট হাজার ২৫০ টাকা, যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে। 

অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে ৭৮ হাজার টাকা বেতন থাকলেও তা বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকার বেশি করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার প্রস্তাবও রয়েছে।

এদিকে ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ভাতা খাতে ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতনকাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

বেতন কমিশনের হিসাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। প্রস্তাবিত কাঠামোয় নিচের দিকের কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ রয়েছে।

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান। ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা–কর্মচারী এখনও ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন–ভাতা পাচ্ছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের