১ হাজার ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়ার ঐতিহাসিক সাফল্য অর্জন করল চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশালকার ড্রোন ‘এফপি-৯৮৫ থাওরাস’।
সম্প্রতি সিছুয়ান থেকে মালবাহী ড্রোনের মাধ্যমে সিচাং মালভূমি অঞ্চলে এই প্রথম এত দীর্ঘ দূরত্বের রসদ সরবরাহ সফলভাবে সম্পন্ন হলো।
ড্রোনটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ৫ দশমিক ৭ টন এবং এটি ২ টনের বেশি মালামাল বহন করতে পারে। এর রেঞ্জ প্রায় ২ হাজার কিলোমিটার। সড়কপথে যে দূরত্ব পাড়ি দিতে ৪০ ঘণ্টার বেশি সময় লাগে, ড্রোনের মাধ্যমে তা ৬ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে।
অ্যারোস্পেস টাইমস ফেইপেং কোম্পানির তৈরি ড্রোনটি অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করতে পারে। এর প্রধান নকশাকার ওয়েই ইয়াছুয়ান জানান, তুষারপাত, বজ্র কিংবা ঝোড়ো বাতাসেও এটি নিরবচ্ছিন্নভাবে চলতে পারে।
এর ফলে সিচাংয়ের চমরি গাইয়ের মাংস, ভেষজ ওষুধ ও মাখন চা দ্রুত চীনের মূল বাজারে পৌঁছাবে। সিছুয়ান থেকে জরুরি পণ্যও দ্রুত সিচাংয়ে পাঠানো যাবে।
রেডিওটুডে নিউজ/আনাম

