তারেক রহমানের সম্মানে ঢাকা-১৭ আসনের প্রার্থিতা প্রত্যাহার ব্যারিস্টার সরওয়ারের

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

Radio Today News

তারেক রহমানের সম্মানে ঢাকা-১৭ আসনের প্রার্থিতা প্রত্যাহার ব্যারিস্টার সরওয়ারের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৫, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০৩, ২০ জানুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানের সম্মানে ঢাকা-১৭ আসনের প্রার্থিতা প্রত্যাহার ব্যারিস্টার সরওয়ারের

জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য ও দলীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসনের প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন।বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসনে প্রার্থী হয়েছেন। তার সম্মানে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ব্যারিস্টার সরওয়ারের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরবর্তীতে তিনি আপিল করে প্রার্থিতা ফিরে পান। আরপিও অনুযায়ী আজ ছিল প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত দিন। আইনি লড়াইয়ে প্রার্থিতা টিকিয়ে রাখার পরও দলীয় প্রধানের কারণে তিনি সরে দাঁড়ালেন।

ব্যারিস্টার সরওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি। এমনকি কারাবরণও করেছি। তাই চেয়ারম্যানের সম্মানে ও তার সমর্থনে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি।’

তিনি জানান, দলীয় প্রধান তারেক রহমান এই আসনে লড়ছেন। একজন দলীয় সদস্য হিসেবে তাঁকে সহযোগিতা করা নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।

আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করে সরওয়ার বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে তারেক রহমান বাংলাদেশে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়বেন। বিশেষত সুশাসন প্রতিষ্ঠা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের