বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান!

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৫ মাঘ ১৪৩২

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৫ মাঘ ১৪৩২

Radio Today News

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০৪, ১৮ জানুয়ারি ২০২৬

Google News
বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান!

বাংলাদেশের ভাগ্য এখনো ঠিক হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য তাই ঝুলছে সুতায়। তবে বাংলাদেশের চাওয়া অনুযায়ী যদি শ্রীলঙ্কায় ম্যাচ না দেয় আইসিসি তাহলে নিজেদের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়ে ভাববে পাকিস্তান। 

এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তান সরকারের বেশ কিছু সূত্রের বরাত দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানায়, ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ।

সংবাদ মাধ্যমটিকে সূত্রগুলো জানিয়েছে, যদি বাংলাদেশের এই ইস্যুর সমাধান না হয় তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের অবস্থানের পেছনের কারণগুলো যুক্তিসংগত ও গ্রহণযোগ্য। এসব বাস্তবায়ন করা উচিত।

কোনো দেশকে ভীতি প্রদর্শনের সুযোগ দেওয়া যাবে না ভারতকে। সূত্র আরও জানিয়েছে, এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পাকিস্তান।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। কয়েক দফা আলোচনা হলেও বিসিবি নিজের সিদ্ধান্তে অটল রয়েছে।

সর্বশেষ গতকাল ঢাকায় আইসিসির প্রতিনিধির সঙ্গে মিটিং শেষে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কায় ছাড়া বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের