স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

Radio Today News

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৮, ২০ জানুয়ারি ২০২৬

Google News
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পেনের দক্ষিণাঞ্চলের কর্ডোবা শহরের নিকটবর্তী আদামুজে দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

একই সঙ্গে তিনি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ পেরেজ-কাস্তেজনের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা স্পেনের প্রেসিডেন্টকে পাঠানো এক শোকবার্তায় লিখেছেন, ‘গতকাল সন্ধ্যায় দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরের কাছে আদামুজে সংঘটিত দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় আমি গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আপনাকে এবং আপনার মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও ভুক্তভোগীদের প্রতি গভীর সমবেদনা ও সমানুভূতি জানাচ্ছি।’

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বার্তা প্রকাশ করেছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘মূল্যবান প্রাণহানি এবং বহু মানুষ আহতের মর্মান্তিক এই দুর্ঘটনার সংবাদ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

তিনি আরো বলেন, ‘এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং শোকাবহ সময়ে স্পেনের জনগণের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘সৃষ্টিকর্তা যেন নিহতদের আত্মার শান্তি দেন এবং তাদের পরিবারের সদস্যদের অপূরণীয় ক্ষতি সহ্য করার সাহস ও শক্তি দান করেন।’

তিনি আরো বলেন, ‘আমরা এই ভয়াবহ দুর্ঘটনায় আহত সবার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্যও প্রার্থনা করছি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের