নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার সকাল এগারোটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে তিন অভিযোগে এই অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতা - কর্মীরা।
বিজিবির মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক খুদে বার্তায় তিনি জানিয়েছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।"
তবে, কত প্লাটুন বা কী সংখ্যক বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন রায়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পক্ষপাতমূলক নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে এমন অভিযোগে ছাত্রদল রাত পর্যন্ত সেখানে অবস্থান করবে বলে এর আগে জানিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

