নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ২, আহত ১০

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

৩ মাঘ ১৪৩২

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

৩ মাঘ ১৪৩২

Radio Today News

নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ২, আহত ১০

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৮, ১৬ জানুয়ারি ২০২৬

Google News
নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ২, আহত ১০

কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন দুজন। তাছাড়া অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, নয়ন (৪০) ছালে আহম্মদ (৫০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, উপজেলার আলিয়ারা গ্রামে ছালেহ আহম্মদ গ্রুপ ও সুরোজ মিয়া গ্রুপের লোকজনের মধ্যে  দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সুরোজ মিয়ার ছেলে আলাউদ্দিন মেম্বারকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও তুঙ্গে উঠে। সর্বশেষ শুক্রবার জুমার নামাজের আগে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। এতে গুলিতে দুইজন নিহতের পাশাপাশি ৮ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাঙ্গলকোট থানা ওসি আরিফুর রহমান বলেন, সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের