মাঠে ফিরছে ক্রিকেট, বিপিএলের পরিবর্তিত সূচি প্রকাশ

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

৩ মাঘ ১৪৩২

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

৩ মাঘ ১৪৩২

Radio Today News

মাঠে ফিরছে ক্রিকেট, বিপিএলের পরিবর্তিত সূচি প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:২২, ১৬ জানুয়ারি ২০২৬

Google News
মাঠে ফিরছে ক্রিকেট, বিপিএলের পরিবর্তিত সূচি প্রকাশ

সব জটিলতা কাটিয়ে অবশেষে মাঠে ফিরছে ক্রিকেট। ক্রিকেটারদের আন্দোলন ও বিসিবির সঙ্গে দীর্ঘ আলোচনার পর শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ সঙ্গে পরিবর্তিত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদের দাবির মুখে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়ায় শুরুতে ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে অনড় ছিলেন ক্রিকেটাররা। তবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে তারা নিজেদের অবস্থান থেকে সরে আসেন এবং সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় গুলশানের নাভানা টাওয়ারে কোয়াবের সঙ্গে বৈঠকে বসেন বিসিবির পরিচালকরা। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। এর আগে কোয়াবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট।

দীর্ঘ আলোচনার পর ক্রিকেট ফেরানোর সিদ্ধান্ত আসে। এরপর রাতেই গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেটাররা। বৈঠক শেষে মাঠে ফেরার ঘোষণা দেয়া হয়।

বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শুক্রবার। অর্থাৎ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানসের ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্বনির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার, আর শনিবারের ম্যাচগুলো আয়োজন করা হবে আগামী ১৮ জানুয়ারি।

এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ ম্যাচের সূচি একদিন পিছিয়ে ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি অপরিবর্তিত থাকবে।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, কোয়াব সভাপতি মিঠুন এবং বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এ বিষয়ে ইফতেখার রহমান মিঠু বলেন, ১৮ তারিখে আমাদের বিশ্রাম ছিল। সেই দিন পর্যন্ত আমরা ম্যাচগুলো রিশিডিউল করেছি। কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা ১৮ তারিখে অনুষ্ঠিত হবে। একটা উপসংহারে পৌঁছাতে পেরেছি- এটাই সবচেয়ে আনন্দের।

কোয়াব সভাপতি মিঠুন বলেন, আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই। আমরা খেলতে চাই, খেলা না হওয়াটা কাম্য নয়। আলোচনার মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছেছি। সেই কারণেই কাল থেকেই আবার খেলা শুরু হচ্ছে।

উল্লেখ্য, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কি না-এ বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের প্রধান নাজমুল। এর জেরে তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নেন ক্রিকেটাররা। যদিও পদত্যাগ না করলেও বিকেলে বিসিবি তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এ সিদ্ধান্তকে স্বাগত জানায় কোয়াব।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের