মধ্যপ্রাচ্যে চীনের ব্যাটারি জায়ান্ট সিএটিএলের এনার্জি সার্ভিস উদ্বোধন

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

২ মাঘ ১৪৩২

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

২ মাঘ ১৪৩২

Radio Today News

মধ্যপ্রাচ্যে চীনের ব্যাটারি জায়ান্ট সিএটিএলের এনার্জি সার্ভিস উদ্বোধন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৮, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:০০, ১৬ জানুয়ারি ২০২৬

Google News
মধ্যপ্রাচ্যে চীনের ব্যাটারি জায়ান্ট সিএটিএলের এনার্জি সার্ভিস উদ্বোধন

চীনের বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি লিমিটেড- সিএটিএল সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের মধ্যপ্রাচ্যের প্রথম সার্ভিস এক্সপেরিয়ান্স সেন্টার চালু করেছে। এটি চীনের বাইরে সিএটিএল-এর সবচেয়ে বড় নতুন জ্বালানি–সংক্রান্ত আফটারমার্কেট সেন্টার। 

সিএটিএল জানিয়েছে, এই কেন্দ্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের বিক্রয়োত্তর সেবা আরও উন্নত হবে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সহায়তা করবে। এখানে ব্যাটারি মেরামত, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং রিসাইক্লিংসহ ব্যাটারির পুরো জীবনকাল সেবা দেওয়া হবে।

সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আনবাসা কানডিয়েল বলেন, সৌদি সরকার সিএটিএল-সহ নতুন জ্বালানি খাতের শীর্ষ কোম্পানিগুলোকে দেশটিতে বিনিয়োগ ও কাজ করার জন্য স্বাগত জানায়। 

তিনি জানান, ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সৌদি আরব স্বল্প-কার্বন উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায়। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের