রাজধানীর পাঁচ পয়েন্টে অবরোধ, যানজটে নাকাল নগরবাসী

বুধবার,

১৪ জানুয়ারি ২০২৬,

১ মাঘ ১৪৩২

বুধবার,

১৪ জানুয়ারি ২০২৬,

১ মাঘ ১৪৩২

Radio Today News

রাজধানীর পাঁচ পয়েন্টে অবরোধ, যানজটে নাকাল নগরবাসী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১১, ১৪ জানুয়ারি ২০২৬

Google News
রাজধানীর পাঁচ পয়েন্টে অবরোধ, যানজটে নাকাল নগরবাসী

রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দুপুর থেকে স্থবির হয়ে পড়েছে ঢাকার যান চলাচল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে রাজপথ। তীব্র যানজটে নাকাল হচ্ছেন সাধারণ যাত্রীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার দুপুর ১২টার পর থেকে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড় থেকে বাংলা কলেজ, মহাখালীর আমতলী, সায়েন্সল্যাব ও তাঁতীবাজার মোড় অবরোধ করেন।

টেকনিক্যাল মোড়: বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল ক্রসিংয়ের মাঝখানে অবস্থান নেওয়ায় গাবতলী ও মাজার রোড অভিমুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাভার ও মানিকগঞ্জ থেকে আসা গাড়িগুলো গাবতলী থেকেই ফিরে যাচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন শহরমুখী যাত্রীরা।

সায়েন্সল্যাব: দুপুর ১টার দিকে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে দিলে মিরপুর রোড ও নিউমার্কেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে আজিমপুর, ধানমন্ডি এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাপক ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে।

এদিকে, সহপাঠী সাকিব হত্যার বিচারের দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে রাজপথে নামেন তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা। তারা ইন্দিরা রোডের মূল রাস্তা এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‍্যাম্পের মুখ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ইন্দিরা রোডের গাড়িগুলোকে ডাইভারশন দিয়ে বিজয় সরণির দিকে পাঠিয়ে দেয়। কর্তৃপক্ষের অনুরোধে আপাতত ইন্দিরা রোডের র‍্যাম্পটিও বন্ধ রাখা হয়েছে।

জনদুর্ভোগ চরমে: ব্যস্ততম সময়ে সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ধানমন্ডি এলাকায় আটকে পড়া চালক মেহেদী হাসান জানান, স্কুল ছুটির পর বাচ্চা নিয়ে লালবাগ যাওয়ার পথে তিনি দীর্ঘক্ষণ জটে আটকে আছেন। বাস চালক শেখ ইব্রাহিম জানান, মাজার রোড দিয়ে ডাইভারশনের চেষ্টা করা হলেও সেখানে পৌঁছাতেই ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে।

প্রশাসনের বক্তব্য: ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান জানান, তিতুমীর কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই রাস্তা ছেড়ে দেবেন শিক্ষার্থীরা এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের