কিউবাকে ‘খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করতে’ বললেন ট্রাম্প

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

Radio Today News

কিউবাকে ‘খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করতে’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ১২ জানুয়ারি ২০২৬

Google News
কিউবাকে ‘খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করতে’ বললেন ট্রাম্প

কিউবাকে ‘একটি চুক্তি করতে’ নতুবা পরিণতি ভোগ করতে হবে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল এবং অর্থ সরবরাহ এখন বন্ধ হয়ে যাবে। গত তেসরা জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির নেতা নিকোলাস মাদুরোকে তুলে আনার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার দিকে নজর দিয়েছেন।

কিউবার দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলা দ্বীপটিতে প্রতিদিন প্রায় ৩৫ হাজার ব্যারেল তেল পাঠায় বলে ধারণা করা হয়। কিন্তু ট্রাম্প বলেছেন, এই সরবরাহ বন্ধ হয়ে যাবে।

ট্রুথ সোশ্যালে রোববার ট্রাম্প এক পোস্টে বলেছেন, “বহু বছর ধরে ভেনেজুয়েলান তেল এবং অর্থের ওপর নির্ভর করে বেঁচে ছিল কিউবা। বিনিময়ে, কিউবা ভেনেজুয়েলার শেষ দুই স্বৈরশাসককে ‘নিরাপত্তা সার্ভিস’ দিয়েছিল, কিন্তু আর নয়।”

“কিউবায় আর তেল অথবা অর্থ যাবে না - জিরো বা শূন্য! আমি দৃঢ়ভাবে তাদের পরামর্শ দিচ্ছি, খুব দেরি হওয়ার আগেই তারা একটি চুক্তি করে ফেলুক।”

তবে চুক্তির শর্ত বা কিউবা কী ধরনের পরিণতি ভোগ করতে পারে সে বিষয়টি সুষ্পষ্ট করেননি ট্রাম্প।

বহু বছর ধরেই কিউবা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা দিয়ে আসছে।

কিউবার সরকার জানিয়েছে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন অভিযানের সময় তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন।

ট্রাম্প বলেছেন, “গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ওই কিউবানদের বেশিরভাগ মারা গেছেন। ভেনেজুয়েলার এখন আর সেই ডাকাত ও চাঁদাবাজদের হাত থেকে সুরক্ষার প্রয়োজন নেই যারা কিনা এতো বছর ধরে তাদের জিম্মি করে রেখেছিল।”

“ভেনেজুয়েলার এখন যুক্তরাষ্ট্র রয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী (অনেক ব্যবধানে!)। আমরা তাদের রক্ষা করবো” লিখেছেন ট্রাম্প।

ট্রাম্পের সর্বশেষ হুমকির বিষয়ে কিউবান সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কিন্তু প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ কানেল এর আগে বলেছিলেন, ভেনেজুয়েলায় নিহত ৩২ জন ‘সাহসী কিউবান যোদ্ধা’কে “সাম্রাজ্যবাদী পোশাক পরিহিত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার’ জন্য সম্মান জানানো হবে।

ট্রাম্প প্রশাসন কিউবার জন্য পরিকল্পনা স্পষ্ট না করলেও, মার্কিন প্রেসিডেন্ট এর আগে বলেছেন, সামরিক হস্তক্ষেপ অপ্রয়োজনীয় কারণ দেশটি ‘পতনের জন্য প্রস্তুত।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের