জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো এবার জামিন পেয়েছেন একজন আসামি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লক্ষীপুর সদর উপজেলার সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লিভার সিরোসিসে আক্রান্ত হুমায়ুন কবিরের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, তার দুই ভাইয়েরও একই রোগে মৃত্যু হয়েছে।
যেসব শর্তে ট্রাইব্যুনাল তাকে জামিন দিয়েছে সেগুলো হলো, আসামিকে বাসার ঠিকানা দিতে হবে, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও বক্তব্য দেওয়া যাবে না।
এছাড়াও তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানানো ছাড়া বাসা পরিবর্তন করা যাবে না, এ মামলায় সাক্ষ্য - প্রমাণকে প্রভাবিত করা যাবে না।
এসব শর্ত ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে আসামিকে তদন্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারবেন বলে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
রেডিওটুডে নিউজ/আনাম

