হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

Radio Today News

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ১১ জানুয়ারি ২০২৬

Google News
হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এই ফ্লাইটে হজ এজেন্সি এবং এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহণকারী তিনটি এয়ারলাইনসকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, এক সার্ভিস কোম্পানির হজযাত্রীকে একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’-এর শর্ত অনুযায়ী, প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ হজযাত্রী পাঠানো বাধ্যতামূলক। কোনো এজেন্সির জন্য প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।

চিঠিতে এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠানো এবং প্রি-হজ ফ্লাইটের নির্ধারিত শতাংশ অনুযায়ী বিমান টিকিট ইস্যুর ব্যবস্থা নিশ্চিত করতে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের