কুমিল্লায় ফাহিমা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকালে বুড়িচং উপজেলা সদরের জগতপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফাহিমা ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, এক সপ্তাহ আগে দুই সন্তান নিয়ে ফাহিমা আক্তার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার বিকালে বাড়ির উঠানে শিশুদের ব্যবহৃত একটি পেম্পার্স ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সাইদ সিয়ামের বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তার ৪-৫ জন সহযোগী সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ফাহিমাকে কুপিয়ে জখম করে। এ সময় ফাহিমার চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ফাহিমার ভগ্নিপতি মো. শাহজালাল বলেন, ‘হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমরা তাদের থামাতে চেষ্টা করলেও তারা শান্ত হয়নি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ফাহিমার মৃত্যু হয়।’
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
রেডিওটুডে নিউজ/আনাম

