নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৯ পৌষ ১৪৩২

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৯ পৌষ ১৪৩২

Radio Today News

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০১, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০৫, ১২ জানুয়ারি ২০২৬

Google News
নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

মানিকগঞ্জে সদর হাসপাতালে নাইট ডিউটি চলাকালীন সময়ে এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুইজন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ নামে দুইজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।

তিনি জানান, ভুক্তভোগী নারী নারায়নগঞ্জ থেকে স্বামীর সাথে নিজেদের চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ নানার বাড়িতে যাচ্ছিলেন।

একপর্যায়ে ভ্যানগাড়ির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা রাত প্রায় দেড়টার দিকে আড়াইশো শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে থামে। সেখানে দুইজন আনসার সদস্যের সাথে কথা হলে তারা তাদের হাসপাতালের ভেতরে যাওয়ার জন্য বলে।

পুলিশ সুপার মি. আলম বলেন, “আনসার সদস্যরা তাদের স্বামী – স্ত্রী কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলে স্বামীর কাছ থেকে স্ত্রী হাসপাতালের দোতলায় নিয়ে যায়। স্বামীকে নিচে অপর এক আনসার সদস্যের কাছে রেখে যান।”

পরে নিচে থাকা আনসার সদস্যকে ভুক্তভোগী নারীর কাছে পাঠিয়ে তার স্বামীকে নিয়ে খাবার কেনার কথা বলে নিয়ে যান আগের আনসার সদস্য।

“কুমতলব থাকায় সময়ক্ষেপণের জন্য তারা তার স্বামীকে খাবার কেনার কথা বলে দুই সদস্য তাদের অবস্থান পরিবর্তন করে” বলেন পুলিশ সুপার।

পরে একপর্যায়ে ভুক্তভোগী নারীর স্বামী ফিরে এসে স্ত্রীকে দেখে সন্দেহ করেন।

তারা হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় টহলদার পুলিশ দেখে ঘটনা খুলে বলেন ভুক্তভোগী নারী।

এই পুলিশ কর্মকর্তা জানান, ওই নারীকে ভয় দেখানো হয়েছিলো বলে তিনি প্রথমে স্বামীর কাছে ঘটনা স্বীকার করেননি। পরে পুলিশের কাছে জোরপূর্বক ধর্ষণের ঘটনা জানালে দুই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়।

ওই নারী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিয়েছেন উল্লেখ করে মি. আলম জানান, সে ট্রমার মধ্যে আছে।

তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

ভুক্তভোগী নারীর গার্ডিয়ান হিসেবে নানা আসার পরই মামলাটি দায়ের করা হবে বলে জানান এই পুলিশ সুপার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের