যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক মন্তব্যে ইরানের বেসামরিক নাগরিকদের "বিক্ষোভ অব্যাহত রাখার" আহ্বান জানানোর পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে দিয়েছেন যে তার দেশ "অশুভ এবং বিদেশি হস্তক্ষেপের" বিরুদ্ধে আত্মরক্ষা করবে।
আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্সের কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে তার বিভিন্ন ফোনালাপের কথা পোস্ট করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফোনালাপের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আরাঘচি ইরানের অস্থিরতা সম্পর্কে কথা বলেছেন এবং "জোর দিয়েছেন যে শান্তি বিরাজ করছে"।
"আমেরিকান কর্মকর্তাদের উসকানিমূলক বক্তব্যের কথা উল্লেখ করে, যা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলে বিবেচিত হয়, আরাঘচি যেকোনো অশুভ এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য ইরানি জনগণের দৃঢ় সংকল্পের উপর জোর দিয়েছেন," টেলিগ্রামে পোস্টটিতে বলা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

