শ্রীলঙ্কায় হতে পারে বাংলাদেশের ম্যাচ

বুধবার,

১৪ জানুয়ারি ২০২৬,

১ মাঘ ১৪৩২

বুধবার,

১৪ জানুয়ারি ২০২৬,

১ মাঘ ১৪৩২

Radio Today News

বিসিসিআই বাধা না হলে

শ্রীলঙ্কায় হতে পারে বাংলাদেশের ম্যাচ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১২, ১৪ জানুয়ারি ২০২৬

Google News
শ্রীলঙ্কায় হতে পারে বাংলাদেশের ম্যাচ

আন্তর্জাতিক ক্রিকেটকাউন্সিলের (আইসিসি) অনুরোধ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে তারা আবার জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন সভায় অংশগ্রহণকারী বিসিবির শীর্ষ কর্তারা।

গতকাল মঙ্গলবার দুপুরে আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে জুম মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে সূচি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে সামনে এনে ভারতে বিশ্বকাপ খেলতে অনুরোধ করেন আইসিসি কর্মকর্তারা। বিসিবি প্রতিনিধি দল কালক্ষেপণ না করে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের কল্যাণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা এগিয়ে নেওয়ার কথাও জানায় বিসিবি।

নিরাপত্তা ঝুঁকি থাকায় ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ম্যাচগুলো ভারতে না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই সিদ্ধান্ত আইসিসিকে ৪ জানুয়ারি লিখিতভাবে জানায় বিসিবি। অন্য কোনো দেশে ম্যাচগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বাংলাদেশের অনুরোধ আমলে নিয়ে আইসিসি নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিশদভাবে লিখে জানাতে বলে। বিসিবি ঝুঁকিগুলো চিহ্নিত করে ৮ জানুয়ারি ইমেইল করে আইসিসিতে। নিরাপত্তা ঝুঁকি প্রমাণ করে এমন ভিডিও, নিউজ লিঙ্ক মেইলে সংযোজন করা হয়। বিসিবির দেওয়া তথ্য-উপাত্তের সঙ্গে ভারতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্সির রিপোর্ট বিশ্লেষণ করে আইসিসির নিরাপত্তা বিভাগও ঝুঁকি খুঁজে পেয়েছে। বিসিবির নিরাপত্তা বিভাগের সঙ্গে বিশ্বকাপ ভেন্যুর নিরাপত্তা পরিকল্পনা বিনিময় করে আইসিসি। সেখানে একটি নোটে উল্লেখ করা হয়, কলকাতার মতো স্পর্শকাতর ভেন্যুতে বাংলাদেশি সমর্থকরা সম্পূর্ণ নিরাপদ নন। বাংলাদেশের জার্সি পরা কাউকে দেখলে হেনস্তার শিকার হতে পারে বলে জানায়। বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাইকে নিরাপদ দেখানো হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে গতকাল বিসিবির কর্তাদের সঙ্গে সভায় বাংলাদেশের ম্যাচগুলো ভারতের নিরাপদ ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন আইসিসি কর্মকর্তারা। সূচি চূড়ান্ত হওয়ায় ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ঝুঁকিগুলোও তুলে ধরে সংস্থাটি। নিজেদের জায়গা থেকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করে তারা। তবে বাংলাদেশের প্রতিনিধি দল সাফ না করে দেয়। 

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন, সহসভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবি বিশ্বকাপ খেলার ব্যাপারে ইতিবাচক থাকলেও সরকার যে ভারতে দল পাঠাবে না, সেটি নিশ্চিত হয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সোমবারের বক্তব্যে। তিনি মিডিয়াকে বলেছিলেন, আইসিসির নিরাপত্তা বিভাগ জানিয়েছে মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে নিলে ঝামেলা হবে, বাংলাদেশের জার্সি পরে কেউ খেলা দেখলে হেনস্তার শিকার হবে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে উল্লেখ করেন তিনি। আইসিসির চিঠি প্রকাশ করা হবে বলেও ঘোষণা দেন আসিফ নজরুল। 

যদিও বিসিবি এক বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করে আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে এমন কিছু লেখা হয়নি। প্রাক্‌ বিশ্বকাপ নিরাপত্তা মূল্যায়নের কিছু নোট নিয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) আসিফ নজরুলের দাবিকে প্রত্যাখ্যান করে। এই ইস্যুতে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, আইসিসি চেষ্টা করছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য। বাংলাদেশকে ‘সি’ থেকে ‘বি’ গ্রুপে নেওয়ার সম্ভাব্যতা যাচাই করছে বলে জানা গেছে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমানকে নিয়ে করা হয়েছে ‘বি’ গ্রুপ। এই গ্রুপ থেকে কোন দলকে সরানো হবে এ নিয়েও দেখা দিয়েছে জটিলতা। এ রকম জটিল পরিস্থিতিতে বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে একটি সূত্রে জানা গেছে, মিডিয়া রাইটস নেওয়া কোম্পানিও চায় বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া হোক। আইসিসির একজন প্রতিনিধি জানান, ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করতে হলে আইসিসির বোর্ড সভার অনুমোদন লাগবে। বিসিসিআই বাধা হয়ে না দাঁড়ালে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হলেও হতে পারে।

মূলত নিরাপত্তা ঝুঁকিতে জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের