মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৫ মাঘ ১৪৩২

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৫ মাঘ ১৪৩২

Radio Today News

মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৮, ১৮ জানুয়ারি ২০২৬

Google News
মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বয়সে আমাদের নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, সেই বয়সেই আমাদের রাজপথে ও আদালতের বারান্দায় ঘুরে বেড়াতে হচ্ছে— মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে।

রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরতে পারব কি না। সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কি না। হাদি ভাইয়ের সন্তান আর কোনো দিন তার বাবাকে ফিরে পাবে না।’ তিনি বলেন, এই বাস্তবতা আমাদের প্রজন্মের জন্য ভয়াবহ হলেও এই লড়াই থেকে পিছু হটার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘এই সভায় যারা বসে আছেন, তারা কেউ এমপি-মন্ত্রী বা সচিবের সন্তান নন। সবাই খেটে খাওয়া মানুষের সন্তান। আপনারাই প্রকৃত “ব্লাডি সিটিজেন”— দেশের প্রয়োজনে যারা রক্ত দিতে রাজপথে নামেন, দুর্নীতির বিরুদ্ধে যারা রুখে দাঁড়ান। আপনাদের রক্তের ওপরই বাংলাদেশ দাঁড়িয়ে আছে।’

দেশের ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা এই দেশ আর কোনো ব্লাডি ফরেনারের হাতে তুলে দেব না। এই লড়াই আমাদের প্রজন্মের লড়াই— এটা আমাদের মনে রাখতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১৭ বছর রাজনৈতিক মাঠ মোটেও সহজ ছিল না। ‘২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরে গণহত্যা, ২০১৪ সালে ভোট চুরি— প্রতিটি নৈতিক আন্দোলনে দমনপীড়নের মধ্য দিয়েই আজ আমরা এই জায়গায় এসেছি।’ তিনি দৃঢ়ভাবে বলেন, ‘দেবিদ্বারকে আর কখনোই কারও মানি মেশিন হতে দেওয়া হবে না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের