ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, আন্দোলনকারীদের সতর্কবার্তা

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৫ মাঘ ১৪৩২

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৫ মাঘ ১৪৩২

Radio Today News

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, আন্দোলনকারীদের সতর্কবার্তা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৩, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪০, ১৮ জানুয়ারি ২০২৬

Google News
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, আন্দোলনকারীদের সতর্কবার্তা

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত করে যথাযথ কর্তৃপক্ষের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পর্যায়ের সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আমরা আশা করছি-দ্রুততম সময়ের মধ্যেই অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন লাভ করবে।

পরে বিকেলে এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশটি শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ে চূড়ান্ত করার পূর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্বচ্ছ ধাপ অতিক্রম করা হয়েছে। এর মধ্যে রয়েছে-সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত সংগ্রহ, জনমতের জন্য ওয়েবসাইটে খসড়া প্রকাশ এবং শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময়। এছাড়া বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ করে একটি সর্বজনগ্রাহ্য কাঠামো তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মূল লক্ষ্য ছিল একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কাঠামো নির্ধারণ করা, যেখানে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটবে এবং বিদ্যমান উদ্বেগসমূহ নিরসন হবে।

অস্থিতিশীল পরিস্থিতি পরিহারের আহ্বান

অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় থাকায় সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে, টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রতিটি ধাপ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা জরুরি। এ সময় জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি বা আবেগপ্রসূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা দীর্ঘদিনের এই শ্রম ও অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মন্ত্রণালয় সতর্ক করেছে।

অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত থাকলে অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যা দেশের উচ্চশিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের