৬ জনের মধ্যে বাবা-মায়ের সঙ্গে ২ বছরের রিশানও মৃত

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

৩ মাঘ ১৪৩২

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

৩ মাঘ ১৪৩২

Radio Today News

উত্তরায় অগ্নিকাণ্ড

৬ জনের মধ্যে বাবা-মায়ের সঙ্গে ২ বছরের রিশানও মৃত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৯, ১৬ জানুয়ারি ২০২৬

Google News
৬ জনের মধ্যে বাবা-মায়ের সঙ্গে ২ বছরের রিশানও মৃত

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একই পরিবারের দুই বছরের শিশুসহ তার বাবা-মা রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন দগ্ধ কয়েকজন।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।

৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি তারা।

পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহতদের মধ্যে রোদেলা আক্তার নামের ১৪ বছর বয়সী এক কিশোরীর মরদেহ নেওয়া হয়েছে লুবানা জেনারেল হাসপাতালে। বাকি দুজন হলেন ৫২ বছর বয়সী মো. হারিছ এবং তার ১৭ বছর বয়সী ছেলে মো. রাহাব। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।

এদিকে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মত্যু হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে মৃত তিনজন একই পরিবারের সদস্য। তারা হলেন কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)।

রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়ে। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন।

তার স্ত্রী সুবর্ণা চাকরি করতেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের