সবজি-পেঁয়াজের দামে স্বস্তি, দাম চড়া মুরগির

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

৩ মাঘ ১৪৩২

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬,

৩ মাঘ ১৪৩২

Radio Today News

সবজি-পেঁয়াজের দামে স্বস্তি, দাম চড়া মুরগির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৭, ১৬ জানুয়ারি ২০২৬

Google News
সবজি-পেঁয়াজের দামে স্বস্তি, দাম চড়া মুরগির

সরবরাহ বাড়ায়, গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজি ও পেঁয়াজের দাম। এতে ক্রেতাদের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আগের তুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে মুরগী।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সবজি ও পেয়াজের পাশাপাশি কমেছে মাছের দামও। এদিন বাজারে ক্রেতার বাড়তি আনাগোনা দেখা গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে বাজার জুড়ে শীতকালীন সবজির দরদামে অস্বস্তি দেখা গেছে। এই সপ্তাহে এসে, স্বস্তি ফিরেছে খানিকটা।

মাঘ মাসের শুরুতেই রাজধানীর বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। তাই কমেছে দাম। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, শিমসহ বেশিরভাগ সবজি এখন সাধারণ মানুষের নাগালে।

মাছের বাজারেও সরবরাহ বেশ। তবে, ছুটির দিনেও মাছের বাজারে ক্রেতাদের উপস্থিতি তেমন চোখে পড়ার মতো ছিল না।

এদিকে, কোনো মতেই স্বস্তি ফিরছে না আমিষের বাজারে। গত সপ্তাহের মতো, এ সপ্তাহেও বেড়েছে মুরগির দাম।

অন্যদিকে, পেঁয়াজের বাজারে নতুন দেশি পেঁয়াজের আমদানি বেশ। বিদেশ থেকে আনা পেঁয়াজও পর্যাপ্ত। কেজিপ্রতি দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের