বিএনপি প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে: তারেক রহমান

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

Radio Today News

বিএনপি প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে: তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০২, ২০ জানুয়ারি ২০২৬

Google News
বিএনপি প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে: তারেক রহমান

বিএনপি মানুষকে যে প্রতিশ্রুতি দেয়, সেটি রক্ষা চেষ্টা করে মন্তব্য করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মা-বোনদের আর্থিকভাবে সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর করাইলে এলাকাবাসীর আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তারেক রহমান বলেন, করাইলবাসীর জন্য আলাদা পরিকল্পনা আছে। সুযোগ পেলে এখানে মানুষের থাকার কষ্ট লাঘব করবে বিএনপি। উঁচু দালান করে বস্তিবাসীদের মাথা গোঁজার ব্যবস্থা করা হবে। এছাড়া বাচ্চাদের স্কুলের পাশাপাশি খেলাধুলার ব্যবস্থাও করা হবে। নিশ্চিত করা হবে স্বাস্থ্যসেবা ব্যবস্থাও।

পরিকল্পনা বাস্তবায়নে সবার দোয়া চেয়ে চান তারেক রহমান। বলেন, যে কাজগুলো করতে চাই, সেটি যেন করতে পারি।

তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান, সবার পাশে ছিলাম-আছি-থাকবো।

দোয়া মাহফিলে আগতদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যার জন্য এই আয়োজন, তিনি সবসময় দেশের কথা ভাবতেন। বেগম খালেদা জিয়ার সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। 
বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য। কীভাবে জীবনযাত্রা ভালো করা যায় সেটিই লক্ষ্য। বহু মানুষ কষ্টে আছেন, সবার জন্য দোয়া করবেন।

সবার দোয়া থাকলে এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব মন্তব্য করে তারেক রহমান বলেন, দালানে যে থাকে তার সন্তান আর নিম্ন আয়ের মানুষের সন্তান সমান সুযোগ যেন পায় সেই ব্যবস্থা করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের