জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: জিএম কাদের

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

Radio Today News

জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: জিএম কাদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৩, ২০ জানুয়ারি ২০২৬

Google News
জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: জিএম কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছে দলটির চেয়ারম্যান জিএম কাদের। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টির ১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী রয়েছেন। পরবর্তীতে আরও ২-৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানান তিনি।

নির্বাচনের লেভেলে প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি বলেন, ‘আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।’

জিএম কাদের বলেন, ‘নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত অনেকে জেলে বসে নির্বাচনে অংশ নিচ্ছেন। মামলার নামে অন্তর্বর্তী সরকার জনসাধারণকে হেনস্তা করছে, সাধারণের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘যারা মামলা দিচ্ছে সেখানে বিরাট বাণিজ্য হচ্ছে। গরিবরা বাণিজ্য করছে, পুলিশ বাণিজ্য করছে। যাকে ইচ্ছে তাকে মামলা দিচ্ছে। অনেককে রাজনৈতিক কারণে বা ব্যবসায়ীক কারণে মামলা দেয়া হচ্ছে, কেউ আবার ব্যক্তি আক্রোশে মামলা দিচ্ছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের