চলতি বছরের প্রথম শৈত্যপ্রবাহ শনিবার থেকে বুধবার পর্যন্ত চীনের বিভিন্ন অঞ্চলে আঘাত হানার হানবে। যার ফলে ব্যাপক বৃষ্টি, তুষারপাত এবং ঠান্ডা আবহাওয়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছেন চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ চাং থাও।
চাং থাও বলেন, মধ্য ও পূর্ব চীনের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৬–১০ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, এবং কিছু স্থানে স্থানীয়ভাবে ১২ ডিগ্রি পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।
বিশেষ সতর্কতার প্রয়োজন এমন প্রদেশগুলো হলো শায়ানসি, হ্যনান, শানতোং, হুবেই, হুনান এবং আনহুই। এসব এলাকায় ভারী তুষারপাত এবং কম তাপমাত্রার কারণে বরফ জমা ও হিমবৃষ্টির ঝুঁকি আছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত হ্যানান, হুবেই, হুনান, ছোংছিং ও কুইচৌ-র কিছু স্থানে বরফবৃষ্টি হতে পারে।
চাং আরও বলেন, উত্তর-পূর্ব চীন কম প্রভাবিত হবে, কিন্তু দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি শীত অনুভব করবে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও তুষারপাতও থাকবে, যদিও বাতাস সাধারণত মাঝারি থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

