পারমাণবিক শক্তি খাত নিয়ন্ত্রণ ও উন্নয়নে চীন প্রথমবারের মতো পরমাণু শক্তি আইন কার্যকর করেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া এই আইনে পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রিত পারমাণবিক সংযোজন (নিউক্লিয়ার ফিউশন)সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হয়েছে।
আইনে উচ্চ-নিরাপত্তাসম্পন্ন পারমাণবিক রিঅ্যাক্টরের মান উন্নতকরণে জোর দেওয়া হয়েছে। তৃতীয় প্রজন্মের হুয়ালং ওয়ান রিঅ্যাক্টরের মতো নকশাকে মানদণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার দ্বিস্তর সুরক্ষা কাঠামো বাণিজ্যিক উড়োজাহাজের আঘাতসহ চরম বাহ্যিক ঝুঁকি মোকাবিলায় সক্ষম।
একই সঙ্গে পারমাণবিক শক্তির বহুমুখী ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। নিরাপত্তার প্রশ্নে আইনটি ‘ডিফেন্স-ইন-ডেপথ’ নীতিকে বাধ্যতামূলক করেছে। পারমাণবিক স্থাপনা পরিচালকদের ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে জ্বালানি চক্রের শুরু থেকে তেজস্ক্রিয় বর্জ্য নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর মান বজায় রাখার।
রেডিওটুডে নিউজ/আনাম

