আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী ভারতে গিয়ে ম্যাচ খেলার বিষয়ে বাংলাদেশ সরকারের আপত্তির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবিকে চূড়ান্ত সতর্কবার্তা প্রদান করেছে। খবর ইএসপিএন ক্রিকইনফো।
আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশ যদি নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়ে খেলতে রাজী না হয়, তবে আসরে তাদের পরিবর্তে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে। আইসিসি বোর্ডের সাম্প্রতিক সভায় এই বিষয়ে ভোটাভুটি হয় এবং বেশিরভাগ সদস্যই বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেয়ার পক্ষে মত দেন।
এই সংকট নিরসনে এবং নিজেদের চূড়ান্ত অবস্থান জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মাত্র এক দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিসিবি’কে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে আইসিসি’র কাছে নিশ্চিত করতে হবে যে তারা ভারতে খেলতে যাবে কি না।
যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, তবে গ্রুপ 'সি'-তে বাংলাদেশের জায়গা নেবে স্কটল্যান্ড। উল্লেখ্য, স্কটল্যান্ড ইউরোপীয় বাছাইপর্বে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। এখন বাংলাদেশের পরিস্থিতির ওপর নির্ভর করছে স্কটিশদের বিশ্বকাপে ফেরার ভাগ্য।
মূলত রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারত পাঠাতে এখনো সবুজ সংকেত দেয়নি। তবে আইসিসির অনমনীয় মনোভাবের কারণে এখন বিসিবি ও সরকারের সামনে সিদ্ধান্ত নেয়ার জন্য সময় খুবই সীমিত। বিসিবি ও সরকার কি সিদ্ধান্ত নেয়, তারই অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
রেডিওটুডে নিউজ/আনাম

