ব্রিকস দেশগুলোর যৌথ নৌ-মহড়া ‘উইল ফর পিস ২০২৬’সমাপ্ত

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

Radio Today News

ব্রিকস দেশগুলোর যৌথ নৌ-মহড়া ‘উইল ফর পিস ২০২৬’সমাপ্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৭, ২২ জানুয়ারি ২০২৬

Google News
ব্রিকস দেশগুলোর যৌথ নৌ-মহড়া ‘উইল ফর পিস ২০২৬’সমাপ্ত

দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউন সংলগ্ন আকাশসীমা ও সমুদ্রসীমায় চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাসহ ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে আয়োজিত যৌথ নৌ-মহড়া ‘উইল ফর পিস ২০২৬’ সম্প্রতি শেষ হয়েছে। ৯ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলা এই মহড়াটি আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা ও সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাত দিনব্যাপী এই মহড়ার প্রথম পর্যায়ে জমকালো উদ্বোধন, জাহাজ পরিদর্শন, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন পেশাগত মতবিনিময় সভার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারী জাহাজগুলো গভীর সমুদ্রে বিভিন্ন যুদ্ধকৌশল ও উদ্ধার অভিযানের মহড়া দেয়। এর মধ্যে ছিল যোগাযোগ রক্ষা, ফরমেশন 

ম্যানুভার, সামুদ্রিক হামলা মোকাবিলা, অপহৃত জাহাজ উদ্ধার এবং হেলিকপ্টারের মাধ্যমে অসুস্থ বা আহতদের স্থানান্তর ও চিকিৎসার মতো জটিল বিষয়গুলো।

চীনা নৌবাহিনীর পক্ষ থেকে এই মহড়ায় ৪৮তম নৌ-এসকর্ট টাস্কফোর্সের দুটি শক্তিশালী জাহাজ অংশ নেয়। এছাড়া একটি বিশেষ হেলিকপ্টার এবং কয়েক ডজন স্পেশাল অপারেশন সৈন্য এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের