আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে নির্বাচনী প্রচারের প্রথম দিনেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে- তিন জেলায় আয়োজিত আলাদা আলাদা জনসভায় তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট কেনা, তথ্য চুরি এবং ধর্মীয় অনুভূতি ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন।
নির্বাচনী প্রচারের প্রথম দিনেই রাজপথের সাবেক মিত্র জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছে বিএনপি। বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে শুরু করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পর্যন্ত প্রতিটি জনসভায় তারেক রহমান নাম উল্লেখ না করে জামায়াতের ‘জান্নাতের টিকিট’ ও ‘বিকাশ কার্ড’ রাজনীতির কঠোর সমালোচনা করেন।
ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ ও 'নাউযুবিল্লাহ'
সিলেটের সমাবেশে তারেক রহমান বলেন, জান্নাতের মালিক একমাত্র আল্লাহ। কোনো রাজনৈতিক দল বা মানুষ জান্নাতের গ্যারান্টি দিতে চাইলে তা সরাসরি ‘শিরক’-এর শামিল। জামায়াতের প্রচারে আখেরাতের প্রতিশ্রুতি দেয়ার বিষয়টিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং শিরকির পথে ঠেলে দিচ্ছে। নাউযুবিল্লাহ! তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এনআইডি তথ্য সংগ্রহ ও পোস্টাল ব্যালট দখলের শঙ্কা
হবিগঞ্জের জনসভায় তারেক রহমান একটি দলের বিরুদ্ধে ভোটারদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর এবং নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করছে। ভোটারদের বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। প্রবাসীদের জন্য বরাদ্দকৃত ‘পোস্টাল ব্যালট’ ওই নির্দিষ্ট দলটি দখল করার পাঁয়তারা করছে। তিনি প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের আগে যারা অসৎ কাজ করে, তাদের পক্ষে কোনোভাবেই ‘সৎ মানুষের শাসন’ কায়েম করা সম্ভব নয়।
জামায়াতের জন্য 'তিনগুণ নিরাপত্তা' দাবি
মৌলভীবাজারের সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে একটি ব্যতিক্রমী দাবি জানান। তিনি বলেন, ওই রাজনৈতিক দলটিকে (জামায়াত) যে প্রটোকল দেয়া হয়েছে, তা দরকারে তিন ডবল করে দিন। তাদের নিরাপত্তা বিএনপির চেয়েও তিনগুণ বাড়িয়ে দিন। এর কারণ হিসেবে তিনি বলেন, ওই দলটির কর্মকাণ্ডে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। বিএনপি চায় না বিক্ষুব্ধ জনতা তাদের ওপর কোনো আক্রমণ করুক।
পতিত স্বৈরাচারের পোশাকে কেউ ফিরতে চাইলে, প্রতিহত করা হবে: জামায়াত আমিরপতিত স্বৈরাচারের পোশাকে কেউ ফিরতে চাইলে, প্রতিহত করা হবে: জামায়াত আমির
নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এবার শুধু ফজরের নামাজ নয়, বরং তাহাজ্জুদ পড়ে প্রস্তুতি নিয়ে কেন্দ্রে যেতে হবে। কেন্দ্রের সামনে জামায়াতে ফজরের নামাজ আদায় করে সকাল সাতটায় লাইনে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি, যাতে কোনো প্রকার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করার সুযোগ কেউ না পায়।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচিত হলে বিএনপি কী কী কাজ করবে, তার একটি রূপরেখা তুলে ধরেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড- দরিদ্র পরিবার ও চা-শ্রমিক মা-বোনদের জন্য সরকারি সহায়তার কার্ড। কৃষক কার্ড- কৃষকদের জন্য সার, বীজ এবং সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা। ধর্মীয় অনুদান- ইমাম-মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় সম্মানীর ব্যবস্থা।
রেডিওটুডে নিউজ/আনাম

