একটা রাজনৈতিক দল সব পোস্টাল ব্যালট দখল করতে চাচ্ছে: তারেক রহমান

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

Radio Today News

একটা রাজনৈতিক দল সব পোস্টাল ব্যালট দখল করতে চাচ্ছে: তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১২, ২২ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:২৯, ২২ জানুয়ারি ২০২৬

Google News
একটা রাজনৈতিক দল সব পোস্টাল ব্যালট দখল করতে চাচ্ছে: তারেক রহমান

একটা রাজনৈতিক দল সব পোস্টাল ব্যালট দখল করতে চাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এ দাবি করেন।

তারেক রহমান বলেন, ‘একটা রাজনৈতিক দল তাদের দেখতে বলছে, তাদের তো আমরা একাত্তর সালেই দেখছি। দেশের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল।’

তিনি বলেন, ‘কেউ পালিয়ে যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি।’

এর আগে মৌলভীবাজারে নির্বাচনি জনসভায় কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, বিএনপি ও লাখো জনতার পক্ষ থেকে অনুরোধ— ‘তাদের যদি প্রটোকল দরকার হয় তাহলে তা তিন ডাবল করে দিন। বিএনপির চেয়েও তিনগুণ বেশি করে দিন।’

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের যারা প্রধান আছেন, ড. ইউনূসসহ সবাইকে অনুরোধ করবো- তাদেরকে যে প্রটোকল দিয়েছেন, আমাদেরকে যে নিরাপত্তা দিয়েছেন; আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি- সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে, এই লাখো জনতার পক্ষ থেকে, তাদের প্রটোকল দরকারে তিন ডাবল করে দেন।’

তিনি বলেন, ‘তাদের প্রটোকল তিন ডাবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এইটা জানতে পেরে মানুষ তাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না, মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করে বসুক।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের