স্বাধীনতার বিরোধীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে: ফখরুল

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

Radio Today News

স্বাধীনতার বিরোধীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে: ফখরুল 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৪, ২২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২৬, ২২ জানুয়ারি ২০২৬

Google News
স্বাধীনতার বিরোধীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে: ফখরুল 

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌণে ১২টার দিকে তিনি বক্তব্য শুরু করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ কাজে আমরা আপনাদের সহযোগীতা চাই।

তিনি বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে একটি বিশেষ দলের ব্যাপারে। যারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন। যারা স্বাধীনতার বিরোধী ছিল। তারা আমাদের নামে কুৎসা রটাচ্ছে। এমনকি আমাদের নেতা তারেক রহমান সম্পর্কেও কুৎসা রটাচ্ছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের