গুল প্লাজায় শপিংমল অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

Radio Today News

গুল প্লাজায় শপিংমল অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ২২ জানুয়ারি ২০২৬

Google News
গুল প্লাজায় শপিংমল অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

পাকিস্তানের বৃহত্তম নগরী করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার করাচি প্রশাসনের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। করাচি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

করাচির দক্ষিণাঞ্চলীয় জেলার ডেপুটি কমিশনার জাভেদ নবি খোসো এএফপিকে বলেন, ‘শনিবার রাতে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনতলা গুল প্লাজায় উদ্ধার তৎপরতা ধীরগতির হওয়ায় এখনো নিখোঁজদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। ধ্বংসস্তূপের ভেতরে মানবদেহের অবশেষ খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন ।

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া সৈয়দ বুধবার সাংবাদিকদের জানান, ৫০টির বেশি পরিবার ডিএনএ নমুনা দিয়েছেন।

তিনি করাচির সিভিল হাসপাতালের মর্গের বাইরে বলেন, ‘ডিএনএ নমুনা মিললে মরদেহ বা দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

করাচির বাজার ও কারখানাগুলোয় অগ্নিকাণ্ড নতুন নয়। দুর্বল অবকাঠামোর কারণে এসব এলাকায় আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে। তবে এত বড় পরিসরের অগ্নিকাণ্ড খুবই বিরল।

ফারাজ আলি এএফপিকে বলেন, তার বাবা ও ২৬ বছর বয়সী ভাই ওই শপিংমলের ভেতরে ছিলেন। মরদেহগুলো উদ্ধার করে প্রকৃত পরিবারের কাছে হস্তান্তর করার অনুরোধ জানান তিনি।

২৮ বছর বয়সী ফারাজ আলি বুধবার বলেন, ‘এটাই সব। যাতে পরিবারগুলো কিছুটা সান্ত্বনা, কিছুটা শান্তি পায়। অন্তত শেষবারের মতো তাদের এক নজর দেখার সুযোগ পাই, যে অবস্থাতেই হোক, যেন শেষ বিদায় জানাতে পারি।’

ঘটনার তদন্তে একটি সরকারি কমিটি গঠন করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের