নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, ‘আইসিসি আমাদের বোঝানোর জন্য কোনো পদক্ষেপ নেয়নি। ভারত সরকার আমাদের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেনি। আইসিসি থেকে সুবিচার পায়নি বাংলাদেশ। আমরা আশা করবো আইসিসি ভেন্যু নিরাপত্তার ইস্যু বিবেচনা করবে, আমরা এখনো অপেক্ষা করছি।’
আসিফ নজরুল বৈঠক শেষে বলেছেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের সিদ্ধান্ত। সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা রয়েছে। যেটা ক্রিকেটারদের জানার কথা নয়। বৈঠকে ক্রিকেটারদের জানানো হয়েছে, ঠিক কী কী কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।
ক্রীড়া উপদেষ্টা আশা করছেন, বাংলাদেশ দল সুবিচার পাবে এবং বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়টি আইসিসি বিবেচনা করে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।
রেডিওটুডে নিউজ/আনাম

