২০৩০ সালে দুইবার রমজান মাস পাবেন মুসলিমরা

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

Radio Today News

২০৩০ সালে দুইবার রমজান মাস পাবেন মুসলিমরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৪, ২২ জানুয়ারি ২০২৬

Google News
২০৩০ সালে দুইবার রমজান মাস পাবেন মুসলিমরা

চন্দ্র ও সৌর ক্যালেন্ডারের বিরল সামাঞ্জস্যের কারণে ২০৩০ সালে দুইবার পবিত্র রমজান মাস পাবেন বিভিন্ন দেশের মুসলিমরা। অর্থ্যাৎ, ওই বছরের জানুয়ারিতে রমজান পালনের পর ডিসেম্বরে আবার রমজান মাস শুরু হবে। 

জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামি পণ্ডিতদের মতে, এর কারণ হলো ইসলামি চন্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মধ্যকার পার্থক্য। ইসলামি ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১১ দিন কম হওয়ায় প্রতিবছর রমজান মাস একটু একটু করে এগিয়ে আসে।

ইসলামি ক্যালেন্ডারের ১৪৫১ হিজরি অনুযায়ী, ২০৩০ সালে রমজান মাস শুরু হবে ৫ জানুয়ারি। সে হিসেবে ১৪৫২ হিজরির রমজান মাস শুরু হবে ২৬ ডিসেম্বর। অর্থ্যাৎ, ১৪৫২ হিজরির রমজান মাসের ৬ দিন ২০৩০ সালে পড়বে।

সারা বিশ্বে প্রচলিত গ্রেগরিয়ান বা খ্রিষ্টীয় বর্ষপঞ্জি তৈরি হয়েছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের ওপর ভিত্তি করে। অন্যদিকে ইসলামি ক্যালেন্ডার চাঁদের আবর্তন চক্রের ওপর নির্ভরশীল। একটি চন্দ্র বছর হয় ৩৫৪ দিনের। যা সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন কম। এই পার্থক্যের কারণে সময়ের সঙ্গে সঙ্গে ইসলামি মাসগুলো চারটি ঋতুর মধ্য ঘুরে বেড়ায়। 

এর আগে একই গ্রেগরিয়ান বর্ষে দুইবার রমজান মাস পড়েছিল ১৯৯৭ সালে। ২০৩০ সালের পর আবার এমনটা ঘটবে ২০৬৩ সালে।

চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। স্থানীয় জ্যোতির্বিদরা নিশ্চিত করেছেন, ১৮ জানুয়ারি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে। রজব মাসকে রমজানের প্রস্তুতির সময় হিসেবে ধরা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের