আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তীব্র ঝড় ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৯ শিশু নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দেশটির কিছু এলাকায় ভারী তুষারপাতের কারণেও বাসিন্দারা দুর্ঘটনার ঝুঁকিতে আছেন।
দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে বুধবার ঝড় ও ভারী বৃষ্টিতে ছয় শিশু প্রাণ হারায়। বেশ কয়েকটি জেলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, বিধ্বস্ত হয়েছে বসতবাড়ি। একইদিন পূর্বাঞ্চলীয় নূরিস্তান প্রদেশের কুরাইশ গ্রামে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন সদস্য। আরও দুজন আহত হন।
নূরিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র ফ্রাইদুন শামীমের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ১০ বছর বয়সী কন্যা শিশু।
দেশটির মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) তুষারপাত হয়েছে। বন্ধ হয়ে গেছে বাজার, বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। রাজধানী কাবুলেও ভারী তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে।
আফগানিস্তানের দুর্গম এলাকাগুলোর অবকাঠামো বেশ দুর্বল। প্রায়ই প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড় হয় স্থানীয় জনগোষ্ঠীগুলোকে অসহায় করে তোলে।
রেডিওটুডে নিউজ/আনাম

