দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ের মধ্যদিয়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের দ্বিতীয় বিপিএল শিরোপা ঘরে তুললো। এর আগে ২০১৯–২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটি।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী জিতেছে ৬৩ রানের বড় ব্যবধানে। শুরুতে নেমে ২০ ওভারে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস।
টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান। ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৬২ বলে ১০০ রানের অনবদ্য এই ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। বিপিএল ফাইনালে এটি তৃতীয় সেঞ্চুরি—এর আগে শতক করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।
তানজিদের সঙ্গে ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান যোগ করেন ৮৩ রান। ফারহান করেন ৩০ বলে ৩০ রান। এরপর কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৪ রান। শেষদিকে নাজমুল হোসেন শান্ত করেন ৭ বলে ১১ রান, জিমি নিশাম অপরাজিত থাকেন ৭ রানে।
চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১১ রানেই অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৩৯ রান করেন মির্জা বেগ। আসিফ আলী করেন ২১ রান।
এদিন রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। এছাড়া হাসান মুরাদ নেন ৩টি, জিমি নিশাম ২টি ও আবদুল গাফফার সাকলাইন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ওয়ারিয়র্স: ১৭৪/৪, ২০ ওভার (তানজিদ ১০০, ফারহান ৩০, উইলিয়ামসন ২৪, শরিফুল ২/৩৩, মুকিদুল ২/২০)।
চট্টগ্রাম রয়্যালস: ১১১/১০, ১৭.৫ ওভার (মির্জা ৩৯, আসিফ ২১, বিনুরা ৪/৯, মুরাদ ৩/১৫)।
রেডিওটুডে নিউজ/আনাম

