ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

শুক্রবার,

২৩ জানুয়ারি ২০২৬,

১০ মাঘ ১৪৩২

শুক্রবার,

২৩ জানুয়ারি ২০২৬,

১০ মাঘ ১৪৩২

Radio Today News

ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৪, ২৩ জানুয়ারি ২০২৬

Google News
ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কুয়াশার দাপট থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। 

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ের মধ্যে হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের