তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামায়াত তেমন ইসলামের জন্য ক্ষতিকর

শুক্রবার,

২৩ জানুয়ারি ২০২৬,

১০ মাঘ ১৪৩২

শুক্রবার,

২৩ জানুয়ারি ২০২৬,

১০ মাঘ ১৪৩২

Radio Today News

বিএনপি নেত্রী পাপিয়া

তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামায়াত তেমন ইসলামের জন্য ক্ষতিকর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০০, ২৩ জানুয়ারি ২০২৬

Google News
তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামায়াত তেমন ইসলামের জন্য ক্ষতিকর

তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামায়াত তেমন ইসলামের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট আশিফা আশরাফী পাপিয়া।

তিনি বলেন, জোর করে যদি কোথাও নির্বাচন ভন্ডুলের চেষ্টা করা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাউকে দেশ ছাড়তে দেয়া হবে না। একই সঙ্গে ৬৪ জেলার ডিসি-এসপিকেও জেলার বাইরে যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর কলেজ মাঠে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন পাপিয়া।

এ সময় পাপিয়া বলেন, হাজার হাজার মানুষের রক্ত ও প্রায় ১৪শ' প্রাণের বিনিময়ে বর্তমান সরকার এসেছে। এ সরকারের প্রধান দায়িত্ব নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। আগামী ১২ ফেব্রুয়ারি সরকারের প্রকৃত অবস্থান জনগণের সামনে স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, ২০১৮ সালে ছাপ্পা সিলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে জনগণ কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা সবাই দেখেছে। তাই ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। জনগণের ভোটের অধিকার জনগণই রক্ষা করবে।

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আবু সাঈদ-মুগ্ধরা জীবন দিয়েছেন প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, ভোট বিক্রি করার জন্য নয়। ভোটার যাকে ভোট দেবে, সেটাই গণনা করতে হবে-এটাই জনগণের দাবি।

পাপিয়া আরও অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, কুরআন শরীফ হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অনৈতিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

জনসভায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের