ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ যাত্রীর মরদেহ উদ্ধার

শুক্রবার,

২৩ জানুয়ারি ২০২৬,

১০ মাঘ ১৪৩২

শুক্রবার,

২৩ জানুয়ারি ২০২৬,

১০ মাঘ ১৪৩২

Radio Today News

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ যাত্রীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২৩ জানুয়ারি ২০২৬

Google News
ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ যাত্রীর মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে সংঘটিত একটি বিমান দুর্ঘটনায় নিহত সব যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় টানা সাত দিন ধরে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর আজ শুক্রবারএই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি বিমান গত ১৭ জানুয়ারি মাকাসারগামী যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে দক্ষিণ সুলাওয়েসির মাউন্ট বুলুসারাউং পাহাড়ের পাশে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

বিমানটিতে সাতজন ক্রু সদস্য এবং মৎস্যক্ষেত্র নজরদারি মিশনে নিয়োজিত তিনজন যাত্রীসহ মোট ১০ জন আরোহী ছিলেন বলে সরকারি এক প্রতিবেদনে জানানো হয়।

যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেওয়া ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল ডোডি ত্রিয়ো হাদি জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে দশম ও শেষ ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি বলেন, ‘ঈগল টিম এবং যৌথ সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) বাহিনীর সহযোগিতায় শেষ মরদেহটি উদ্ধার করার মাধ্যমে বিমানের সব ভুক্তভোগী ও গুরুত্বপূর্ণ আলামত শনাক্ত করা সম্ভব হয়েছে।’ 

সাত দিনব্যাপী অভিযানে উদ্ধার হওয়া মরদেহগুলো ফরেনসিক শনাক্তকরণের জন্য পাঠানো হয়েছে।এখন পর্যন্ত দুইজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। 

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করার পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রাখার এবং পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের