সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে: জামায়াত আমির

শুক্রবার,

২৩ জানুয়ারি ২০২৬,

১০ মাঘ ১৪৩২

শুক্রবার,

২৩ জানুয়ারি ২০২৬,

১০ মাঘ ১৪৩২

Radio Today News

সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৮, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৪০, ২৩ জানুয়ারি ২০২৬

Google News
সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে: জামায়াত আমির

ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গকে গরিব করে রাখা হয়েছে। তিনি বলেন, সৎমায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। এই উত্তরবঙ্গ বাংলাদেশে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে। এই বঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই।’

তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলের চারটি নদীকে মৃত কঙ্কালসার করে রাখা হয়েছে। দেশের মা-বাবা থাকলে এসব নদীর মৃত্যু হতো না।’

জামায়াত আমির বলেন, ‘দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, সামনেও পালাবো না। দেশ বদলে দেয়ার জন্য পাঁচটি বছরই আমাদের জন্য যথেষ্ট হবে।’ এ সময় ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘বিগত আমলে পাচারকৃত সব টাকা দেশে ফিরিয়ে আনা হবে৷’

তিনি বলেন, ‘কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাকে রুখে দিতে হবে। তরুণদের কাজ এখনো শেষ হয়নি। নতুন কোনো দুর্বৃত্ত যেন ফিরে না আসে তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের