মতিউর রহমান নিজামীকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে: জামায়াত আমির

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

Radio Today News

মতিউর রহমান নিজামীকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৩, ২৫ জানুয়ারি ২০২৬

Google News
মতিউর রহমান নিজামীকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে: জামায়াত আমির

পাবনার সন্তান ও জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে এবং ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পরিকল্পিতভাবে একজন জনপ্রিয় নেতাকে বিদায় করা হয়েছে। দেশ যাতে বিশৃঙ্খলার দিকে না যায়, সে জন্য আমরা ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। কেউ বলতে পারবে না জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজ বা দখলবাজ।

আঞ্চলিক রাজনীতি ও আধিপত্যবাদ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আধিপত্যবাদের কোনো চিহ্ন রাখা হবে না। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করব না। প্রতিবেশীদের বলবো, আমাদের দেশের বিষয়ে নাক গলাতে আসবেন না।

আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে জামায়াত আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে আজাদী আর ‘না’ ভোট মানে গোলামী। ‘হ্যাঁ’ ভোট জয়ী না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।

পাবনাবাসীর উন্নয়ন নিশ্চিত করতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী পাবনাবাসীর সব ন্যায্য দাবি পূরণে বদ্ধপরিকর।

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান, রোববার চার জেলায় ৬ জনসভা২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান, রোববার চার জেলায় ৬ জনসভা
উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে আজ গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ হয়ে পাবনায় সর্বশেষ এই জনসভায় বক্তব্য দেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের