ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে আসলে মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি পেটের এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশে বেরিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় হাসান মোল্লাকে উদ্ধার করে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসান মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের একান্ত ব্যক্তিগত সহকারী উজ্জ্বল আহমেদ।
রেডিওটুডে নিউজ/আনাম

