আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাব না: মির্জা ফখরুল

শনিবার,

২৪ জানুয়ারি ২০২৬,

১১ মাঘ ১৪৩২

শনিবার,

২৪ জানুয়ারি ২০২৬,

১১ মাঘ ১৪৩২

Radio Today News

আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাব না: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৯, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২১, ২৪ জানুয়ারি ২০২৬

Google News
আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাব না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যুদ্ধ করে দেশে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাব না। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়ার কালিতলা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচারণায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাঁড়িপাল্লা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাই এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিন। আমাদেরকে কাজ করার সুযোগ দিন। বিএনপি অতীতে পাঁচবার ক্ষমতায় থেকে দেশের জন্য কাজ করেছে। বিএনপি একটি পরীক্ষিত দল বিএনপিকে আপনারা সবাই চিনেন। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে।

এরপর সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে শুধু দুটোই মার্কা নৌকা আর ধানের শীষ। রাজনৈতিক কারণে এখন নৌকা নেই, তাহলে ভোট দিবেন ধানের শীষে।

নতুন যে দাঁড়িপাল্লা মার্কা এসেছে তা স্বাধীনতা বিরোধী দলের বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের