টিভি নাটকে যে কটি জুটি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে, তাদের মধ্যে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর নাম আলাদাভাবে উল্লেখযোগ্য। এক সময় টেলিভিশন নাটকে এই দুই তারকার উপস্থিতি মানেই ছিল দর্শকের বাড়তি আগ্রহ। পর্দায় তাদের রসায়ন, অভিনয়ের গভীরতা এবং চরিত্রের প্রতি দায়বদ্ধতা দর্শকদের বারবার টেনে এনেছে। ফলে নাটকপ্রেমীদের কাছে নিশো-মেহজাবীন জুটি হয়ে ওঠে সময়ের সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য নাম।
তবে সময়ের সঙ্গে সঙ্গে দুজনের পথ ভিন্ন দিকে মোড় নেয়। আফরান নিশো সিনেমা জগতে পা রাখার পর থেকে টেলিভিশনের নিয়মিত কাজ থেকে অনেকটাই দূরে সরে যান। এতে করে দীর্ঘদিন এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে আর দেখা যায়নি। দর্শকদের মাঝেও তৈরি হয় এক ধরনের আক্ষেপ– আবার কি কখনও এক ফ্রেমে ফিরবেন নিশো ও মেহজাবীন?
সেই অপেক্ষার অবসান ঘটতে পারে খুব শিগগিরই। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিশো ও মেহজাবীনকে নিয়ে বড় পর্দার একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে। ছবিটির নির্মাতা হিসেবে থাকছেন আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি প্রকাশ পেতে পারে।
নিশো ও মেহজাবীন একসঙ্গে অভিনয় করে যে কটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে, তার তালিকা বেশ দীর্ঘ। ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘নীল জলের কাব্য’ প্রতিটি কাজেই তারা নিজেদের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।
বিশেষ করে ‘পুনর্জন্ম’ সিরিজটি ডার্ক থ্রিলার ও সাসপেন্স ঘরানায় দর্শকের ভিন্নরকম অভিজ্ঞতা এনে দেয়। ২০২১ সালে শুরু হওয়া এই ধারাবাহিক নাটকের একাধিক কিস্তি প্রচারিত হয় এবং প্রতিবারই ব্যাপক সাড়া ফেলে।
এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যায় চরকির সিনেমা ‘রেডরাম’-এ। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া রহস্যময় গল্পে নিশো ও মেহজাবীনের অভিনয় দর্শকের কৌতূহল বাড়িয়ে দেয়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘মরীচিকা’, ‘কাইজার’, ‘সিন্ডিকেট’সহ নানা কাজের মাধ্যমে তারা আলাদাভাবেও প্রশংসা কুড়িয়েছেন।
বর্তমানে দুজনই ব্যস্ত নিজ নিজ নতুন প্রকল্পে। আফরান নিশো সম্প্রতি শেষ করেছেন ‘দম’ সিনেমার শুটিং, যার মাধ্যমে কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি।
অন্যদিকে মেহজাবীন চৌধুরী কাজ করছেন শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব সিরিজে, যেখানে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন প্রীতম হাসান। সিরিজটির প্রাথমিক নাম ‘ক্যাকটাস’, যদিও নাম পরিবর্তনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
সব মিলিয়ে, নিশো-মেহজাবীনের সম্ভাব্য নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বড় পর্দায় এই জুটি কতটা নতুন আলো ছড়াতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।
রেডিওটুডে নিউজ/আনাম

